খুলনা বিভাগে নৌকার মাঝি যারা

|

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দলটি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এর মধ্যে কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে আপাতত প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। এই দুই আসনে পরে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানানো হয়। উল্লেখ্য, জাসদের সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনের বর্তমান সংসদ সদস্য। আর নারায়ণগঞ্জ-৫ আসনে বর্তমান সংসদ সদস্য হচ্ছেন জাতীয় পার্টির সেলিম ওসমান।

গত ১৫ নভেম্বর চব্বিশের ভোটের ঘণ্টা বাজান নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাইবাছাই চলবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। ১৮ ডিসেম্বর নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়ে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে।

চব্বিশের ভোটে খুলনা বিভাগ থেকে নৌকার প্রার্থী হলেন যারা:

মেহেরপুর জেলা:
মেহেরপুর-১ আসনে ফরহাদ হোসেন এবং মেহেরপুর-২ আসনে আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক মনোনয়ন পেয়েছেন।

কুষ্টিয়া জেলা:
কুষ্টিয়া-১ আসনে আ. কা. ম. সরওয়ার জাহান, কুষ্টিয়া-৩ আসনে মো. মাহবুবউল আলম হানিফ এবং কুষ্টিয়া-৪ আসনে সেলিম আলতাফ জর্জ মনোনয়ন পেয়েছেন।

চুয়াডাঙ্গা জেলা:
চুয়াডাঙ্গা-১ আসনে সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) এবং চুয়াডাঙ্গা-২ আসনে মো. আলী আজগার মনোনয়ন পেয়েছেন।

ঝিনাইদহ জেলা:

ঝিনাইদহ-১ আসনে মো. আব্দুল হাই, ঝিনাইদহ-২ আসনে তাহজীব আলম সিদ্দিকী, ঝিনাইদহ-৩ আসনে মো. সালাহ উদ্দিন মিয়াজী এবং ঝিনাইদহ-৪ আসনে মো. আনোয়ারুল আজীম (আনার) মনোনয়ন পেয়েছেন।

যশোর জেলা:
যশোর-১ আসন থেকে, শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনে মো. তৌহিদুজজামান, যশোর-৩ আসনে কাজী নাবিল আহমেদ, যশোর-৪ আসনে এনামুল হক বাবুল, যশোর-৫ আসনে স্বপন ভট্টাচার্য্য, এবং যশোর-৬ আসনে শাহীন চাকলাদার মনোনয়ন পেয়েছেন।

মাগুরা জেলা:
মাগুরা-১ আসনে সাকিব আল হাসান এবং মাগুরা-২ আসনে শ্রী বীরেন শিকদার মনোনয়ন পেয়েছেন।

নড়াইল জেলা:
নড়াইল-১ আসনে বি, এম কবিরুল হক এবং নড়াইল-২ আসনে মাশরাফী বিন মোর্ত্তজা মনোনয়ন পেয়েছেন।

বাগেরহাট জেলা:
বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট-২ আসনে শেখ তন্ময়, বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার এবং বাগেরহাট-৪ আসনে এইচ, এম, বদিউজ্জামান সোহাগ মনোনয়ন পেয়েছেন।

খুলনা জেলা:
খুলনা-১ আসনে ননী গোপাল মন্ডল, খুলনা-২ আসনে সেখ সালাহউদ্দিন, খুলনা-৩ আসনে এস এম কামাল হোসেন, খুলনা-৪ আসনে আব্দুস সালাম মূর্শেদী এবংন খুলনা-৫ আসনে রায়ন চন্দ্র চন্দ মনোনয়ন পেয়েছেন।

সাতক্ষীরা জেলা:
সাতক্ষীরা-১ আসনে ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা-২ আসনে মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা-৩ আসনে আ ফ ম রুহুল হক এবং সাতক্ষীরা-৪ আসনে এস. এম. আতাউল হক মনোনয়ন পেয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply