যুদ্ধবিরতির তৃতীয় দিনে আরও ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

|

ছবি: টাইমস অব ইসরায়েল।

গাজায় যুদ্ধবিরতির তৃতীয় দিনেও হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক বন্দি বিনিময়। রোববার (২৬ নভেম্বর) রাতে আরও ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, বিনিময়ে ৩৯ ফিলিস্তিনি কারাবন্দিকে ছাড়লো তেল আবিব। মুক্তিপ্রাপ্ত জিম্মিদের মধ্যে ১৪ জন ইসরায়েলি এবং তিনজন থাইল্যান্ডের নাগরিক।

জিম্মি বিনিময়ের তালিকায় চার বছরের দ্বৈত মার্কিন এক শিশুও রয়েছে তালিকায়। মুক্তিপ্রাপ্ত সব বন্দি পৌঁছেছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল। স্বাস্থ্য পরীক্ষার পর তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়। মোট ৪ জনকে রাখা হয়েছে হাসপাতালে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply