জিম্মিদের মুক্তিতে ফিলিস্তিনে ও ইসরায়েলে উৎসব

|

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে মোহাম্মাদ আল-আওয়ার (বাম) পূর্ব জেরুজালেমে তার বাড়িতে ফিরে বাবার কপালে চুমু খাচ্ছেন। ছবি: আল জাজিরা।

মুক্তি পাওয়া ফিলিস্তিনি ও ইসরায়েলিদের নিজ নিজ ভূখণ্ডে স্বাগত জানাতে গভীর রাতেও ছিলো উপচে পড়া ভিড়। উৎসবের মাধ্যমে বরণ করা হয় কারাবন্দি ফিলিস্তিনিদের। রোববার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, রোববার রাতে রামাল্লায় নেয়া হয় কয়েকজন ফিলিস্তিনিকে। সেখানে মিছিলে অংশ নেন বহু মানুষ। মুক্তিপ্রাপ্তদের কাঁধে তুলে করা হয় উল্লাস। গভীর রাত পর্যন্ত চলে উদযাপন। এ সময় ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে শ্লোগান দেয় জনতা। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমেও উৎসবে মাতে ফিলিস্তিনিরা।

এদিকে, একই চিত্র দেখা গেছে ইসরায়েলেও। দেশটির দক্ষিণে সামরিক ঘাঁটির কাছে ভিড় করেন অনেকে। পায়ে হেঁটে, গাড়ি নিয়ে জড়ো হয় হাজারো মানুষ। ইসরায়েলের পতাকা হাতে, হর্ন বাজিয়ে করে উল্লাস।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply