নাটোরে ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। বাসগুলো একটি ফিলিং স্টেশনে রাখা ছিল।

বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম জানান, ফিলিং স্টেশনটিতে জিএম এবং আর.কে.আর পরিবহনের ২০টি বাস রাখা রাখা ছিল। ভোর সাড়ে চারটার দিকে জিএম পরিবহনের তিনটি বাসে আগুন জ্বলতে দেখেন ফিলিং স্টেশনের কর্মচারিরা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই বাস তিনটি পুুড়ে গেছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনায় জড়িতদের সনাক্তে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply