দলীয় প্রার্থীদের মনোনয়নের চিঠি দিচ্ছে আওয়ামী লীগ

|

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের মনোনয়নের চিঠি দিচ্ছে আওয়ামী লীগ। সোমবার (২৭ নভেম্বর) গোপালগঞ্জ-৩ আসনে সভাপতি শেখ হাসিনার মনোনয়নের চিঠি হস্তান্তরের মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম।

বেলা বারোটার কিছু পরে শেখ হাসিনার পক্ষে মনোনয়নের চিঠি গ্রহণ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের। সকাল থেকেই ধানমণ্ডিতে দলের সভাপতির কার্যালয়ে ভিড় করছেন নেতাকর্মী। সমর্থকদের সাথে নিয়ে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে নৌকার টিকিট পাওয়া প্রার্থীদের। তাদের আশাবাদ, দলের আস্থার প্রতিদান দিতে সক্ষম হবেন তারা।

মনোনয়নের এ দাফায় বাদ পড়েছেন ৭১ জন সংসদ সদস্য। নৌকা মার্কায় দেখা যাবে নতুন শতাধিক প্রার্থীকে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply