১৫ দিনেও উদ্ধার হলো না ভারতে টানেলে আটকা শ্রমিকরা

|

ভারতের উত্তরাখাণ্ডের টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে চলছে লম্বালম্বিভাবে খনন। ছবি: টাইমস অব ইন্ডিয়া।

১৫ দিন পেড়িয়ে গেলেও উদ্ধার করা যায়নি ভারতের উত্তরাখাণ্ডে, টানেলে আটকা পড়া ৪১ শ্রমিককে. সোমবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে এবার লম্বালম্বিভাবে খনন শুরু হয়েছে। দিনরাত বিরতিহীনভাবে চলছে খোঁড়াখুঁড়ি। তবে তাদের দীর্ঘসময় অপেক্ষা করতে হবে।

রাজ্য সরকার জানায়, আটকা পড়াদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীদের আরও প্রায় ১০০ ঘণ্টা লাগবে। এতোদিন, অত্যাধুনিক অগার মেশিন দিয়ে চলছিলো খননকাজ। তবে শেষ মুহূর্তে পুরোপুরি বিকল হয়ে যায় মেশিনটি।

এখন ভেতরে পাইপ ঢুকিয়ে চলছে উদ্ধার চেষ্টা। এর আগে, গত ১২ নভেম্বর আকস্মিকভাবে ধসে পড়ে উত্তর কাশির প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ টানেলটির দেড়শো’ মিটার।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply