ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি ২ দিন বাড়ছে: কাতার

|

ইসরায়েল ও হামাসের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি আরও দুইদিন বাড়ানোর জন্য একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হামাস জানায়, কাতার ও মিশরের সাথে হওয়া চুক্তি অনু্যায়ী যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে।

এর আগে ইসরায়েল প্রতি ১০ জন জিম্মি মুক্তির বিনিময়ে এক দিন যুদ্ধবিরতির বাড়ানোর প্রস্তাব দেয়।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে গাজায় চারদিনের সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়। সোমবার (২৭ নভেম্বর) যুদ্ধবিরিতির শেষ দিনে আরও দুইদিন বাড়ানোর কথা জানায় কাতার।

এদিকে যুদ্ধবিরতির প্রথম তিনদিনে, ইসরায়েলি ও বিদেশিসহ মোট ৫৮ জিম্মিকে মুক্তি দেয় হামাস। এছাড়া ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পায় ১১৭ ফিলিস্তিনি। যুদ্ধবিরতিকালে রাফা ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করেছে জরুরি পণ্য ও জ্বালানিবাহী ট্রাক। যদিও, হামাসের অভিযোগ, চুক্তি অনুযায়ী গাজায় যে পরিমাণ ত্রাণ প্রবেশের কথা ছিল, তার অর্ধেকও প্রবেশ করেনি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে চলা সংঘাতে গাজায় ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া প্রায় ১২০০ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply