আরও ১১ জিম্মিকে মুক্তি দিলো হামাস

|

ছবি: সংগৃহীত

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির চতুর্থ দিনে আরও ১১ জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে। এ নিয়ে মোট ৬৯জন জিম্মিকে মুক্তি দিলো ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আন্তর্জাতিক সংস্থা রেডক্রস বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার (২৭ নভেম্বর) রাতে তাদেরকে মুক্তি দেয়া হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ১১ জিম্মির বিনিময়ে তেলআবিব ৩৩ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে। যাদের মধ্যে তিনজন নারী এবং ৩০জন শিশু রয়েছে। এ নিয়ে দেড়শো শিশু ও নারী কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে গাজায় চারদিনের সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়েছে। প্রথম দফা যুদ্ধবিরতির শেষদিন সোমবার (২৭ নভেম্বর) আরও দুইদিন যুদ্ধবিরতি বাড়ানোর খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এর আগে, প্রতি ১০ জন জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েল এক দিন যুদ্ধবিরতির বাড়ানোর প্রস্তাব দেয়।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply