সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে তিনটি প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দলটি আয়োজিত এক সংলাপে এ প্রস্তাব দেন ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
তিন প্রস্তাবের মধ্যে রয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসি ঘোষিত তফসিল বাতিল করে গ্রেফতারকৃত বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কার্যকরী সংসদ, রাজনৈতিক সংহতি এবং শতভাগ জনমতের প্রতিফলনের জন্য পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনই অধিকতর উত্তম পদ্ধতি; যা বিশ্বে স্বীকৃতি লাভ করেছে তা প্রবর্তন করতে হবে।
এই সংলাপে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।
/এমএন
Leave a reply