ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের প্রস্তুতি চলছে: বিজিএমইএ

|

১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর করার প্রস্তুতি নিচ্ছেন পোশাক কারখানার মালিকরা। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে মজুরি বোর্ডের স্বাধীন কার্যক্রম ও গ্রেডভিত্তিক মজুরি ঘোষণার বিস্তারিত তুলে ধরা হয়। সংগঠনটির দাবি, ন্যূনতম মজুরি নির্ধারণে মালিক পক্ষের হস্তক্ষেপ ছিল না। প্রতিযোগিতা সক্ষমতা টিকিয়ে রাখতে শ্রমিক, তাদের পরিবার ও বৃহত্তর অর্থনীতির স্বার্থে পোশাক কারখানার পাশে থাকতে আহ্বান জানিয়েছে বিজিএমইএ।

বিবৃতিতে অভিযোগ করা হয়, শিল্পবিরোধী পক্ষপাতদুষ্ট প্রতিবেদন ও বিভ্রান্তিকর প্রচারণায় এই রফতানি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদ্বেগ বাড়ছে বিদেশি ক্রেতাদের মাঝে। শাস্তিমূলক ব্যবস্থার দিকে ঝুঁকছে অনেক বৈশ্বিক বাণিজ্য নীতি। এর প্রভাব সব সময় শ্রমিকদের পক্ষে নাও যেতে পারে। তবে সবার সাথে যাত্রার পথ প্রশস্ত করতে বিজিএমইএ আগ্রহী বলেও বিজিএমইএ উল্লেখ করে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply