দিনাজপুর-৪ আসনের বর্তমান এমপি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর ব্যক্তিগত সহকারী (এপিএস) শাহ সালাউদ্দিনের গালে চড় মেরেছেন সাবেক হুইপ মো. মিজানুর রহমান মানু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পাননি মিজানুর রহমান মানু।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে চড় মারার এ ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, নৌকার প্রার্থী আবুল হাসান মাহমুদ আলী মনোনয়নপত্র জমা দিতে আসেন। মনোনয়নপত্র জমা দেয়ার আগ মুহূর্তে নেতাকর্মীদের নিয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা চলে। তাতে বক্তব্য দেন মো. মিজানুর রহমান মানু।
সাবেক এ হুইপ বক্তব্য দেয়ার সময় পেছন থেকে এমপির এপিএস শাহ সালাউদ্দিন কিছু একটা বলেন। তখনই এমপির এপিএসের গালে চড় বসিয়ে দেন মিজানুর রহমান মানু। এ ঘটনায় সভাস্থলের সকলে বিব্রতবোধ করলে আবুল হাসান মাহমুদ আলী পরিস্থিতি সামলে নেন।
এ প্রসঙ্গে মিজানুর রহমান মানুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, নৌকার প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ার পূর্ব মুহুর্তে উপস্থিত নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখছিলাম। এ সময় বর্তমান এমপির এপিএস পেছন থেকে আমাকে অহেতুক বেয়াদবি কথাবার্তা বলে। এতে ক্ষিপ্ত হয়ে তার গালে একটা চড় মেরেছি, এর বেশি কিছু না।
অপরদিকে, শাহ সালাউদ্দিন বলেন, তেমন কিছু হয়নি। উনি একটু উত্তেজিত হয়ে গিয়েছিলেন। পরে স্যরি বলেছেন। ঘটনাটি সেখানেই শেষ হয়ে গেছে।
/এমএইচ/এমএন
Leave a reply