গাজায় যুদ্ধবিরতির ষষ্ঠ দিনে আরও ৪৬ বন্দির মুক্তি

|

গাজায় যুদ্ধবিরতির ৬ষ্ঠ দিনে আরও ১৬ জিম্মিকে মুক্তি দিলো হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পেলো আরও ৩০ ফিলিস্তিনি। বুধবার (২৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় রেডক্রসের কাছে হস্তান্তর করা হয় তাদের। খবর আল জাজিরার।

হামাসের জিম্মি থেকে মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১০ জন ইসরায়েলি, বাকিরা বিদেশি। এদের মধ্যে চারজন থাই নাগরিক ও দু’জন রুশ-ইসরায়েলি। ইসরায়েলে পৌঁছানোর পর শারীরিক পরীক্ষা করা হয় তাদের।

অন্যদিকে, ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে আছে ১৪ নারী ও ১৬ শিশু। বুধবার গভীর রাতে পশ্চিম তীরের রামাল্লায় প্রবেশ করে তাদের বহনকারী রেডক্রসের গাড়ি। তাদেরকে স্বাগত জানাতে ভিড় করে ফিলিস্তিনিরা।

কাতার ও মিসরের মধ্যস্থতায় গত শুক্রবার চারদিনের যুদ্ধবিরতি কার্যকর হয় গাজায়। পরবর্তীতে আরও দু’দিনের জন্য বাড়ানো হয় মেয়াদ। ছয়দিনে এ পর্যন্ত ৯৬ জিম্মি এবং ২১০ ফিলিস্তিনি মুক্তি পেয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply