মনোনয়নপত্র জমা দিলেন কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী

|

পাবনা প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সংগীত জগতের তারকা কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে পাবনা-২ (সুজানগর ও বেড়া উপজেলার আংশিক) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন জমা শেষে ডলি সায়ন্তনী বলেন, আমি কখনওই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় ছিলাম না। কখনওই রাজনীতি করিনি। বিএনএম আমাকে অফার করার পর আমি ভেবে দেখলাম মানুষ আমাকে ভালোবেসে তারকা বানিয়েছে। বিএনএম এর হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জনসেবা এবং দেশের জন্য কাজ করার ক্ষেত্র পাবো। আশাকরি পাবনা ২ আসনের মানুষ আমাকে ভোট দিয়ে দেশের উন্নয়নে কাজ করার সুযোগ করে দেবে।

তিনি আরও বলেন, বিএনএম একটি নতুন দল। তবে এটাই প্রধান বিরোধী দলে হতে পারে। বিজয়ের ক্ষেত্রে শতভাগ আশাবাদি ডলি।

ডলি সায়ন্তনীর দাদার বাড়ি পাবনার সুজানগরে। জেলার সুজানগর উপজেলার ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং বেড়া উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত পাবনা-২ নির্বাচনী এলাকায় বর্তমানে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৪৩৫ জন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply