ঢাকা-কক্সবাজারে রেল যাত্রা শুরু আজ, অপেক্ষায় টিকেট পাওয়া যাত্রীরা

|

ঢাকা-কক্সবাজার রেলপথে আজ শুক্রবার থেকে চলবে আন্তঃনগর ট্রেন। পর্যটন নগরী থেকে যাত্রী নিয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে বাণিজ্যিক যাত্রা শুরু করবে কক্সবাজার এক্সপ্রেস। পথিমধ্যে ৯টি স্টেশন রয়েছে। তবে আন্তঃনগর ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ও ঢাকা বিমানবন্দরে থামবে।

এখন সমুদ্র শহরে রোমাঞ্চকর রেলযাত্রার অপেক্ষায় প্রথম দিন টিকিট পাওয়া সৌভাগ্যবান যাত্রীরা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই রেলপথে পর্যায়ক্রমে আন্তঃনগর ট্রেনের সংখ্যা বাড়বে।

গত ২৩ নভেম্বর এই ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করে রেল কর্তৃপক্ষ। কক্সবাজার থেকে ঢাকার শোভন চেয়ারের টিকিটের দাম রাখা হচ্ছে ৬৯৫ টাকা। আর স্নিগ্ধায় ১৩২৫ টাকা।

চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০১ কিলোমিটারের রেলপথ নির্মাণে দেশের রেল নেটওয়ার্কে যুক্ত হয় কক্সবাজার। এই রেলপথ নির্মাণে খরচ হয়েছে ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা। গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ রেলপথ উদ্বোধন করেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply