প্রথমবারের মতো পদ্মা রেল নেটওয়ার্কের সুবিধা পেলো ৩ জেলার মানুষ

|

আজ প্রথমবারের মতো মাদারীপুর, শরীয়তপুর ও মুন্সিগঞ্জের মানুষ পদ্মাসেতুর রেল নেটওয়ার্কের সুবিধা পেলেন। খুলনা থেকে গতরাত সাড়ে ১১টায় ছেড়ে যাওয়া ঢাকামুখী নকশীকাঁথা কমিউটার ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গা হয়ে সকাল ৮টা ৫০ মিনিটে মাদারীপুরের শিবচর স্টেশনে পৌঁছায়। পরে পদ্মা ও মুন্সিগঞ্জের মাওয়া স্টেশনেও যাত্রা বিরতি দেয়া হয়। ট্রেনে চলাচলের সুবিধা পেয়ে উচ্ছ্বসিত পদ্মা পাড়ের বাসিন্দারা।

অন্যদিকে, রাজশাহী থেকে সকাল পৌনে ৭টার দিকে ছেড়ে যাওয়া আন্তঃনগর মধুমতি এক্সপ্রেসও এই স্টেশনগুলোতে যাত্রা বিরতি করে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ১ নভেম্বর থেকে খুলনা-ঢাকা রুটের সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল-ঢাকা রুটের বেনাপোল এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে নিয়মিত চলাচল করছে। তবে ফরিদপুরের ভাঙ্গার পর কোনো স্টেশনে এই দু’টি ট্রেন যাত্রা বিরতি না দেয়ায় রেল নেটওয়ার্কের সুবিধা পাচ্ছিলেন না মাদারীপুর, শরীয়তপুর ও মুন্সিগঞ্জের বাসিন্দারা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply