ভোট ডাকাতির উৎসবের পথ বেছে নিয়েছে আ. লীগ: রিজভী

|

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আওয়ামী লীগ সরকার আরেকটি ভোট ডাকাতির উৎসবের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, গণভিত্তিহীন আওয়ামী লীগের প্রতি ভারতের সমর্থন মানবাধিকার লঙ্ঘনকে উৎসাহিত করছে।
ক্ষমতাসীন দলের নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করেছেন রিজভী। তিনি বলেন, এবারের নির্বাচনী ট্রেনের যাত্রী নৌকা ও আওয়ামী লীগের জনবিচ্ছিন্ন লোকজন। নগদ টাকায় ক্রয় করে এবং হুমকি দিয়ে কতিপয় উচ্ছিষ্টভোগী গণশত্রুকে নির্বাচনী ট্রেনে তোলা হচ্ছে।

রিজভী আরও বলেন, রাশিয়া আওয়ামী লীগকে সমর্থন করতে পারে কারণ রাশিয়াতে গণতন্ত্রের ছিটে ফোঁটাও নেই। তবে ভারতের সমর্থন গভীর রহস্যজনক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কখনো দেশের মানুষের বন্ধু হওয়া যাবে না।

বিএনপি যদি সিদ্ধান্তে অটল থাকে তাহলে বিজয়ের মাসেই আরেকটি সুখবর পাওয়ারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এএস/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply