ট্রেন চালকের ডিউটির সময় শেষ। তাই হঠাৎ করে যাত্রীবাহী ট্রেন রেখে চলে গেলেন চালক। ভারতের উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলার বুড়ওয়াল জংশনে ঘটেছে এই ঘটনা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, ডিউটির সময় শেষ হওয়ার কারণে ট্রেন চালাতে অনিচ্ছা জানায় চালকেরা। এমন অদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্য জংশন থেকে চালক আনতে কয়েক ঘণ্টা সময় লেগে যায় রেল কর্তৃপক্ষের।
ট্রেনের ভেতরে পানি, খাবার বা বিদ্যুৎ সরবরাহ না থাকায় যন্ত্রণায় কাতর এবং ক্ষুব্ধ যাত্রীরা বিক্ষোভ করেন। রেল ট্র্যাকে একটি এক্সপ্রেস ট্রেন চলাচলে বাধাও দেয় বিক্ষোভকারীরা।
ভুক্তভোগী এক যাত্রী বলেন, ট্রেন সেবা আমাদের মতো গরীব যাত্রীদের জন্য ভারতীয় রেল কর্তৃপক্ষের তৈরি করা এক বিশেষ অত্যাচার।
এআই/এটিএম
Leave a reply