পাতানো নির্বাচনের মাধ্যমে একদলীয় শাসন কায়েম করতে চাচ্ছে সরকার: নুর

|

ফাইল ছবি

সরকার পাতানো নির্বাচনের মাধ্যমে দেশে একদলীয় শাসন কায়েম করতে চাচ্ছে। বিরোধী রাজনৈতিক দল, উন্নয়ন সহযোগী রাষ্ট্র- সরকার কারো কথাই শুনছে না বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে পল্টন এলাকায় গণতন্ত্র, ন্যায়বিচার, মতপ্রকাশ ও ভোটাধিকার হরণের প্রতিবাদে ‘শিকল ভাঙার গান’ আয়োজন করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নুর বলেন, শুধু বিদেশিদের দিকে তাকিয়ে থাকলে হবে না, জনগণকে নিয়ে রাজপথে নামতে হবে। এই আন্দোলনে পিছনে ফেরার কোনো সুযোগ নাই। কবি, শিল্পী,সাহিত্যিকরা গোলামির দাসত্ব বরণ করছে, দালালি করছে বলেও মন্তব্য করেন নুর।

তিনি আরও বলেন, শুধু ঘরে-বসে লাইক, কমেন্ট করলে আর ইউরোপ-ইউরোপ-আমেরিকার দিকে চেয়ে থাকলে পরিবর্তন হবে না বলেও দাবি করেন নুর।
এএস/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply