কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভিডিও ভাইরাল

|

নোয়াখালী করেসপনডেন্ট:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের গাংচিল বাজারে দেশীয় অস্ত্র নিয়ে একটি দোকানে হামলার ঘটনা ঘটেছে। হামলার এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এ ঘটনায় দোকানের মালিকসহ উভয় পক্ষের আটজন আহত হয়েছেন।

শুক্রবার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গাংচিল বাজারের রাজ গার্মেন্টেসে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাংচিল বাজারের ডাব ব্যবসায়ী মুসলিমের দোকানের কর্মচারীকে ডিপ টিউবয়েল বসানোর কাজে লাগানোর চেষ্টা করেন বাজার কমিটির সেক্রেটারি রাজিব খানের আত্মীয় তারেক। এ নিয়ে শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গাংচিল বাজারে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে, রাজিব খানের মাথায় আঘাত করে মুসলিমের পরিবারের লোকজন। পরে রাজিবের স্বজনরা মুসলিমের ভাতিজা মো. শাহরাজ উদ্দিনের দোকানে রামদা নিয়ে পাল্টা হামলা চালায়। এ সময় তাদের পরিবারের পাঁচজন আহত হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ভিডিওটি আমি দেখেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply