গাজায় হামলা বন্ধ না হলে মুক্তি পাবে না কোনো জিম্মি: হামাস

|

হামাসের ডেপুটি প্রধান সালেহ আল আরৌরি। ছবি: টাইমস অব ইসরায়েল।

গাজায় ইসরায়েলের হামলা বন্ধ ও স্থায়ী যুদ্ধবিরতির আগে মুক্তি পাবে না আর কোনো জিম্মি। এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছে হামাস। শনিবার (২ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

আল জাজিরা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে হামাসের ডেপুটি প্রধান সালেহ আল আরৌরি বলেন, শুরু থেকেই বলেছি, বিদেশি বন্দিদের কোনো শর্ত ছাড়াই ছেড়ে দিতে প্রস্তুত ছিলাম। নারী ও শিশুরাও আমাদের লক্ষ্য ছিলো না। তাদের মুক্তিও দেয়া হয়েছে। বর্তমানে বন্দিদের মধ্যে রয়েছে ইসরায়েলি সেনা ও প্রতিরক্ষা বাহিনীতে কাজ করা বেসামরিকরা। তাই আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না এবং কোনো বন্দি বিনিময় হবে না।

আরৌরি আরও বলেন, বিদেশিরা টার্গেট ছিলো না। কোনো শর্ত ছাড়াই তাদের ছাড়তে প্রস্তুত ছিলো যোদ্ধারা। এছাড়াও যুদ্ধবিরতির আওতায় নারী ও শিশু মুক্তিকে গুরুত্ব দেয়া হয়েছে।

আরৌরির দাবি, বর্তমানে বন্দি রয়েছেন ইসরায়েলিরা সেনাসদস্য আর প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া তাদের মুক্তির বিষয়ে কোনো আলোচনায় রাজি নয় হামাস।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply