যুবদল নেতাকে চিকিৎসার সময় হাতকড়া ও ডান্ডাবেড়ি পরানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট

|

কারাবন্দি যশোর জেলা যুবদলের সহ-সভাপতি অসুস্থ আমিনুুর রহমানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে ভর্তি করানোর ঘটনার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের হয়েছে হাইকোর্টে। রিটে ওই যুবদল নেতার সুচিকিৎসার নির্দেশনা চাওয়া হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকালে আমিনুুর রহমানের স্ত্রী নাহিদ সুলতানা এ রিট দায়ের করেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চে দুপুরে এই রিট আবেদনের ওপর শুনানি হবে। রিটের পক্ষে শুনানি করবেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল।

গত ২৯ নভেম্বর কারাবন্দি যশোর জেলা যুবদলের সহ সভাপতি অসুস্থ মো. আমিনুুর রহমানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরা অবস্থায় চিকিৎসা দেয়ার ঘটনা হাইকোর্টের নজরে আনেন বিএনপির আইনজীবীরা। সেদিন আদালত এ বিষয়ে আবেদন আকারে আসতে বলেছিলেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply