সারাদেশে বিচ্ছিন্ন সহিংসতায় চলছে বিএনপির অবরোধ

|

বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে সারাদেশে চলছে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ। রোববার (৩ ডিসেম্বর) সকাল থেকেই অবরোধের সমর্থনে সারাদেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

অবরোধের সমর্থনে সকালে কুমিল্লার নাঙ্গলকোট বাজার এলাকা ও দৌলতপুরে ঝটিকা মিছিল করে বিএনপি। এতে যোগ দেয় সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। এ সময় সরকার বিরোধী নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

ঝটিকা মিছিল হয়েছে কক্সবাজারেও। সকালে শহরের সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে বের হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে।

এদিকে, সাভারে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় ঝটিকা মিছিল হয়েছে। ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিলটি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা যুবদলের উদ্যোগেও ঝটিকা মিছিল বের করে নেতাকর্মীরা। এ সময় সরকার পতনের একদফা দাবি জানান তারা।

আজ ভোরে লতিফপুর ফুটওভার ব্রিজের নিচে গাজীপুরের কালিয়াকৈরে রডবাহী ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেয়া আগুনে চালক ও হেলপার দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply