ড. ইউনূসের মামলা: হাইকোর্টের আদেশ ৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা চেম্বার আদালতের

|

ফাইল ছবি।

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ১০৬ শ্রমিকের ১৩০ কোটি টাকা দিতে লেবার অ্যাপিলেট ট্র্যাইব্যুনালের রায় বাতিল করে হাইকোর্টের দেয়া আদেশ ৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত।

এই মামলায় গ্রামীণ কল্যাণের সাবেক ১০৬ শ্রমিককে মুনাফার অংশ দিতে নির্দেশ দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। পরবর্তীতে সেই রায় বাতিল করেন হাইকোর্ট। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে রোববার চেম্বার আদালতে আবেদন করেন ১০৬ শ্রমিক।

সেই আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের রায়ে ৫ ডিসেম্বর পর্যন্ত স্থিতিবস্থা দেয়া হয়। পরে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই মামলার শুনানি নির্ধারণ করেন বিচারপতি এনায়েতুর রহিমের চেম্বার আদালত।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply