পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুকহামলা; নিহত ৯, আহত অন্তত ২৫

|

পাকিস্তানে যাত্রীবাহী একটি বাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে কমপক্ষে ৯ জনের, আহত হয়েছেন আরও ২৬ জন। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এই হামলাকে জঙ্গি হামলা হিসেবে আখ্যা দেয়া হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) উত্তরাঞ্চলীয় চিলাস শহরে ঘটে এ ঘটনা। স্থানীয় সময় সন্ধ্যায় পাহাড়ি রাস্তায় বাসটিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে অজ্ঞাত বন্দুকধারীরা। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির সাথেও ধাক্কা খায় বাসটি। খবর পেয়ে হতাহতদের উদ্ধারে দ্রুত অভিযান শুরু হয়।

এখনও এ হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ। পুলিশের দাবি, হামলার কারণও অস্পষ্ট।

মূলত খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত চিলাস শহরটিতে গত কয়েক বছরে হামলার ঘটনা বেড়েছে। এসব হামলার বেশিরভাগের দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান। ২০২১ সালে হামলায় ৯ চীনা নাগরিকসহ নিহত হন ১২ জন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply