ডা. মুরাদের মনোনয়নপত্র বৈধ

|

ফাইল ছবি

জামালপুর করেসপনডেন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শফিউর রহমান।

আসনটিতে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এদের মধ্যে ডা. মুরাদ হাসানসহ আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুর রহমান, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ, জাকের পার্টির এসএম রবিউল ইসলাম, তৃনমুল বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন, জাসদের গোলাম মোহাম্মদ জিন্নাহ এবং স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

তবে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা এবং বিএনএফের প্রার্থী তারিক মাহাদীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমান বলেন, জামালপুর-৪ আসনে দুইজনের মনোনয়ন বাতিল ঘোষিত হয়েছে। সাতজনের মনোনয়নপত্রে কোনো ত্রুটি না থাকায় সেগুলো বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply