পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান, আটক ৬০

|

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের একটি দৃশ্য। ছবি: আল জাজিরা।

দখলকৃত পশ্চিম তীরেও বাড়ানো হয়েছে ইসরায়েলের অভিযানের পরিধি। রোববার (৩ ডিসেম্বর) রাতভর শরণার্থী শিবিরগুলোয় তল্লাশি চালায় ইসরায়েলি সেনারা। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাতভর চালানো অভিযানে আটক করা হয় কমপক্ষে ৬০ জনকে। হামাস সদস্যরা লুকিয়ে আছে এমন অভিযোগে জেনিনের শরণার্থী ক্যাম্পে আরেক দফা তাণ্ডব চালায় সেনারা। মোতায়েন করা হয়েছে অন্তত ৩০টি সাজোয়া যান।

এদিকে বুরকিন, ওয়াসিলা, জাবাসহ বিভিন্ন এলাকায় বড় ধরণের অভিযানের প্রস্তুতি নিতে দেখা যায় ইহুদি বাহিনীকে। বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নিয়েছে স্নাইপাররা। এছাড়াও আকাশপথেও চলছে নজরদারি। পশ্চিম তীরের জেরিকো ও তুলকারেমেও একাধিক শরণার্থী শিবিরে ধরপাকড় চালানো হয়।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply