গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে ৬৩ সংবাদকর্মীর

|

ইসরায়েলি আগ্রাসনে নিহত এক সাংবাদিকের মৃত দেহ বহন করার সমইয় তোলা একটি দৃশ্য। ছবি: সিএনএন।

গাজা’য় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬৩ সংবাদকর্মী। এমন তথ্য জানিয়েছে ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’। সোমবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৫৬ জনই ফিলিস্তিনি। বাকিদের মধ্যে চারজন ইসরায়েলি ও তিনজন লেবাননের নাগরিক। রোববার ( ৩ ডিসেম্বর) হয় আল কুদস টিভির হাসান ফারাজাল্লাহ ও আল মাজেদাত নেটওয়ারর্কের কর্মী শিমা আল গাজ্জা’র। রাফাহ সীমান্তে পরিবারসহ মৃত্যু হয় শিমার।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’র মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক সমন্বয়কারী বলেন, সংকটের মুহূর্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সংবাদকর্মীরা। সংঘাতের চিত্র তুলে ধরতে করছেন বড় ধরণের ত্যাগ স্বীকার। সংবাদকর্মীদের হামলার টার্গেটে পরিণত করায় উদ্বেগ জানান তিনি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply