টাইম ম্যাগাজিনের বর্ষসেরা অ্যাথলেট মেসি

|

ফাইল ছবি

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে পূর্ণতা পেয়েছে লিওনেল মেসির ক্যারিয়ার। তবে বিশ্বসেরা এই ফুটবলারের জন্য পুরষ্কার জেতা যেন নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে ওঠেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনের ২০২৩ সালের বর্ষসেরা অ্যাথলেটের খ্যাতি পেয়েছেন আর্জেন্টাইন এই ফুটবল সুপারস্টার।

মঙ্গলবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ। বিবৃতিতে মেসির নানা সফলতার কথাও উল্লেখ করা হয়েছে সাময়িকীতে।

জাতীয় দল ও ক্লাবের হয়ে শিরোপা জয়ের পর গত নভেম্বরে অষ্টম ব্যালন ডি’অরও ওঠেছে মেসির হাতে। মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেতে মেসি পেছনে ফেলেছেন দুই ফুলবল তারকা ফুটবলার আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপেকে। জিতেছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কারও। ক্লাবটির হয়ে প্রথম লীগ শিরোপাও এসেছে তার হাত ধরেই।

এর আগে, ২০২২ সালে মেজর লিগ বেসবল তারকা অ্যারন জজ টাইমসের বর্ষসেরা অ্যাথলেট হয়েছিলেন।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply