কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তারার মেলা

|

আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মঙ্গলবার (৫ ডিসেম্বর) একঝাক তারকার উপস্থিতিতে পর্দা ওঠে এই চলচ্চিত্র উৎসবের।

বিকালে কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন বলিউড অভিনেতা সলমান খান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিনেতা অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, পরিচালক মহেশ ভাট, রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলী, উৎসবের জুরি বোর্ডের সদস্য রাশিয়ান পরিচালক পাভেল লুঙ্গিন, জুরি বোর্ডের সদস্য ভারতীয় পরিচালক তিগমাংশু ধুলিয়া, জুরি বোর্ডের সদস্য মার্কিন পরিচালক লরেন্স কার্দিশ, অস্ট্রেলিয়ান পরিচালক ব্রুশ বেরেসফোর্ড, সুকান্ত চট্টোপাধ্যায় প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড অভিনেতা রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চ্যাটার্জী, দেব, চিরঞ্জিত চক্রবর্তী, পরিচালক গৌতম ঘোষ, সন্দীপ রায়, রাজ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, লিলি চক্রবর্তী, মাধুরী মুখার্জী সহ এক ঝাঁক তারকা।

পরবর্তীতে, অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সংবর্ধনা জানানো হয়।

উল্লেখ্য, আট দিনের এই চলচ্চিত্র উৎসব শেষ হবে আগামি ১২ ডিসেম্বর। এই চলচ্চিত্র উৎসবে ৩৯টি দেশের মোট ২১৯টি ছবি দেখানো হবে। এরমধ্যে রয়েছে ১৬৯টি পূর্ণদৈর্ঘ্যের ছবি এবং ৫০টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র। এর মধ্যে বিদেশি ছবির সংখ্যা ৬৩।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply