২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

|

ফাইল ছবি।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রির জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। তাতে খরচ হবে ২৮৩ কোটি ২১ লাখ টাকা। প্রতিলিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৫৪ টাকা। রোমানিয়া থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হবে এই সয়াবিন তেল।

বুধবার (৬ ডিসেম্বর) ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করার প্রস্তাব সভায় অনুমোদন দেয়া হয়। মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। ব্যয় হবে প্রায় ৯০০ কোটি টাকা। এছাড়া ইউরিয়া সার, এলএনজিসহ আরও কয়েকটি পন্য কেনার প্রস্তাব সভায় অনুমোদন দেয়া হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply