মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, আহত অন্তত ৮

|

পেট্রোল পাম্পে বিকট বিস্ফোরণে কেঁপে উঠলো রাজধানীর মহাখালী এলাকা। বিস্ফোরণের পর আগুন লেগে যায় পাম্পে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মহাখালী বাস টার্মিনালের উল্টো দিকের রয়েল ফিলিং স্টেশনে বিকট বিস্ফোরণ হয়। এ সময় আশপাশের ভবন থেকে শুরু করে রাস্তায় দাঁড়ানো যানবাহনের কাচও ভেঙে পড়ে।

এদিকে, পাম্পের কর্মচারী ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, পেট্রোল পাম্পের জেনারেটর রুমে বসানো গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের সূত্রপাত। এ ঘটনায় পাম্পে থাকা তেলের হাউজ বা লাইনে আগুন লাগেনি। লাগলে আরও বড় দুর্ঘটনা হতে পারতো।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply