বাংলাদেশের বিষয়ে বিরূপ মন্তব্য ও চরম পন্থায় যাওয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে টানাপোড়েন আছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিদেশে তো আমরা বন্ধুহীন না, আমাদেরও বন্ধু আছে। তারা-ও বাংলাদেশের সব খোঁজখবর রাখে। তারা এ-ও জানে, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্বাচন করে যাচ্ছেন, নির্বাচনের পথে হাঁটছেন। বিশৃঙ্খলার আবর্তে দেশ যেন ভেসে না যায়, ডুবে না যায়, সেজন্য এটা আমাদের কর্তব্য। আমরা আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই কর্তব্য পালন করে যাচ্ছি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও সু্ষ্ঠু করার জন্য নির্বাচনমুখী ১৪ দল ও জাতীয় পার্টির সাথে আলোচনা হয়েছে। যারা নির্বাচন করছে তাদের মাঝে একটি ঐক্য দরকার। আর প্রত্যেক দলের ঐক্যবদ্ধতায় দেশে একটি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।
/এমএন
Leave a reply