যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের ওপর আরও এক দেশের ভিসা নিষেধাজ্ঞা

|

সম্প্রতি ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের সাথে চলমান সংঘর্ষেই এসেছে এমন নিষেধাজ্ঞা। এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, বেলজিয়াম পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজেন্ডার ডি’ক্রু এ ঘোষণা দেন।

তিনি লে যেসব বসতি স্থাপনকারী পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা চালিয়েছে তাদের বেলজিয়াম থেকে নিষিদ্ধ করা হবে। যুক্তরাষ্ট্রের এক দিন পর বেলজিয়াম এ নীতির ঘোষণা দিয়েছে।

ডি ক্রো জানান, বেসামরিক লোকদের বিরুদ্ধে সহিংসতাকারীদের অবশ্যই ফল ভোগ করতে হবে। উগ্র বসতিস্থাপনকারী পশ্চিম তীরের বাসিন্দাদের বেলজিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply