শেরপুরে চাঞ্চল্যকর কিশোরী বীনা গণধর্ষণ ও হত্যা মামলার রায়ে ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বাকাকুড়া গ্রামের আমানউল্লাহ, নুরে আলম ও কালুমিয়া। মামলায় বলা হয়, ২০১৬ সালের ১৯ জুলাই স্কুলছাত্রী বীনাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে লাশ বিলে ফেলে দেয়া হয়। এ ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা হয়। ৬ জনকে অভিযুক্ত করে চার্জশীট দেয় পুলিশ। চলে বিচারিক কার্যক্রম। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ ৩ জনের মৃত্যুদণ্ড দেন আদালত।
আসামিদের মধ্যে একজনের বয়স কম হওয়ায় কিশোর আদালতে তার বিচার চলছে। রায়ে খালাস পেয়েছেন ২ জন।
Leave a reply