কোরআন অবমাননা বন্ধে ডেনমার্কের পার্লামেন্টে বিল পাস

|

চলতি বছর ৯ জুলাই করাচিতে কোরআন অবমাননা বন্ধের দাবিতে বিক্ষোভের দৃশ্য। ছবি: এএফপি

মুসলিমদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ পোড়ানো বন্ধে ডেনমার্কের পার্লামেন্টে বিল পাস হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পাস হয় বিলটি। খবর আল জাজিরা, রয়টার্সের।

সম্প্রতি, কোরআন অবমাননা নিয়ে মুসলিম দেশগুলোর ব্যাপক তোপের মুখে পড়ে ডেনমার্ক। যার ফলে এই উদ্যোগ নিতে বাধ্য হলো দেশটি। এখন থেকে দেশটিতে প্রকাশ্যে কোরআন পোড়ানো বেআইনি বলে বিবেচিত হবে।

নতুন এই আইন ভঙ্গ করলে জরিমানা অথবা দুই বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে ডেনিশ সরকার। পক্ষে ৯৪ ভোট এবং বিপক্ষে ৭৭ ভোট পেয়ে আইনটি পাস হয়। ডেনিশ পার্লামেন্টে মোট আসন রয়েছে ১৭৯টি।

চলতি বছর, সুইডেন ও ডেনমার্কে বেশ কয়েকবার কোরআন অবমাননার ঘটনা ঘটে। এসব ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে মুসলিম বিশ্বের নাগরিকরা। কোরআন বা ধর্মগ্রন্থ অবমাননা বন্ধে জোরালো পদক্ষেপ নেয়ার দাবি ওঠে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply