ভারতের ভক্তদের কাছে দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছেন জয়া আহসান। বিশেষ করে, একের পর এক যা কাজ তিনি উপহার দিয়েছেন সেটি প্রশংসার যোগ্য। বিসর্জন, কিংবা বিজয়া অথবা কণ্ঠ কিংবা তাঁর সর্বশেষ রিলিজ দশম অবতার। এখন আবার পঙ্কজের সঙ্গে বলিউডে কাজ করার অভিজ্ঞতা। আজই বলিউডে অভিষেক হচ্ছে জয়ার । শুক্রবার (৮ ডিসেম্বর) ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পাচ্ছে ‘কড়ক সিং’।
‘কড়ক সিং’ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। গল্পটি নির্মাণ করা হয়েছে অ্যামনেশিয়ায় আক্রান্ত এক কর্মকর্তাকে ঘিরে। এ কর্মকর্তা শ্রীভাস্তব ওরফে কড়ক সিং কেন, কীভাবে হাসপাতালে হাজির হলেন, তা নিয়েই মূলত সিনেমাটির গল্প।
সিনেমায় জয়া ছাড়াও আছেন পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী থিরুবতী ও সঞ্জনা সাংঘিসহ আরও অনেকে। গত মাসে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়।
এর আগে, গত মাসে ভারতের গোয়ায় ৫৪তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। তার চারটি চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শিত হয়েছিলো।
/এআই
Leave a reply