প্রবীণরা দেশের বোঝা নয়, পথ প্রদর্শক: প্রধান বিচারপতি

|

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, প্রবীণরা দেশের বোঝা নয়, তারা পথ প্রদর্শক। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে একটি কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় প্রধান বিচারপতি বলেন, মেধা ও শ্রম দিয়ে প্রবীণরা এক সময় দেশের সেবা করেছেন। এখন সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, প্রবীণদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান, প্রজ্ঞা, বিচক্ষণতা ও মেধার সাহায্য নিয়ে সকলে মিলে একটি সমাজ বিনির্মাণ করতে হবে। যেখানে, সকল বয়স ও শ্রেণির মানুষ সগর্বে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply