প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে কেক কেটে শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।
বঙ্গবন্ধু এভিনিউ- এ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাত ১২টা ১ মিনিটে কেক কাটেন স্বেচ্ছাসেবক লীগের মহানগর দক্ষিণের নেতা-কর্মীরা।
এসময় নেতারা আতশবাজি ফাটান এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির জন্মদিন উপলক্ষে উপস্থিত নেতারা সকলেই তার সুস্বাস্থ্য কামনা করেন। তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশ। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগের প্রতিটি সদস্যকে আরো নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে।
Leave a reply