৯ ঘণ্টা পর শুরু হলো পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল

|

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:

ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হবার ৯ ঘণ্টা পর আবারও শুরু হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল। শনিবার (৯ ডিসেম্বর) মধ্যরাত থেকে রোববার (১০ ডিসেম্বর) প্রায় ১০টা পর্যন্ত কোনো ধরনের ফেরি বা লঞ্চ চলেনি এই রুটে।

এ সময় তীরে ভীড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছিল ৪টি ফেরি। ফেরিগুলো হচ্ছে, হাসনা হেনা, বনলতা, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও গোলাম মওলা। এছাড়াও দুই পারে দুইশতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের(বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের উপ-মহা ব্যবস্থাপক শাহ মোঃ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদ নেওয়াজ জানান, কুয়াশা কেটে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply