দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আপিল করেছেন ৫৬০ জন। রোববার (১০ ডিসেম্বর) সকাল থেকে নির্বাচন কমিশন ভবনে শুরু হয়েছে আপিল আবেদনের শুনানি।
আজ ১০০টি আবেদনের শুনানি হবে। এর মধ্যে ৬০ আবেদন স্বতন্ত্র প্রার্থীদের। শুনানী শেষে, চট্রগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুচ সালাম প্রার্থিতা ফিরে পেয়েছেন। এছাড়াও ৪৫টি আবেদনের শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেলেন ২৬ জন। ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত, পাঁচ দিনে নির্বাচন কমিশনে এই আপিল করা হয়। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত বাতিল চেয়ে চারদিনে ৫৬০ আপিল জমা হয়। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের বিপরীতে স্বতন্ত্র ৭৪৭ জনসহ মোট ২ হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই করে ১ হাজার ৯৮৫ টি মনোনয়নপত্র গ্রহণ ও ৭৩১টি বাতিল করে কমিশন।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। আর ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণের পর ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।
Leave a reply