‘আমার চোখে আজকের বাংলাদেশ’: সেরা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের হাতে উঠলো পুরস্কার

|

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘আমার চোখে আজকের বাংলাদেশ’ শীর্ষক ভিডিও প্রতিযোগিতা। শুক্রবার (৮ ডিসেম্বর) ‘দৈনিক এইদিন’র আয়োজনে একটি বেসরকারি টেলিভিশনের স্টুডিওতে অনুষ্ঠিত হয় আয়োজন। এতে অংশ নেয় সারাদেশ থেকে আসা সহস্রাধিক প্রতিযোগী। যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা উন্নয়নের গল্পগাঁথা ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরেছেন।

অনুষ্ঠানে প্রায় এগারশ’ ভিডিওর মধ্য থেকে বিচারকমণ্ডলী যাচাই-বাছাই করে সেরাগুলো খুঁজে বের করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ঢাকা থেকে ফারজানা রহমান টুম্পা, ২য় স্থান অধিকার করেন রাঙামাটির মো.কাওসার এবং পটুয়াখালীর মো. মালেক মিঠু পান ৩য় পুরস্কার। জেলাভিত্তিক ক্যাটাগরিতে ৪২ জনকে দেয়া হয় পুরস্কার।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, মীর সাব্বির, তমা মীর্জা, সোহানা সাবা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা।

সেরা ভিডিও প্রস্তুতকারীকে এক লাখ টাকা পুরস্কার দেয়া হয়। দ্বিতীয় স্থান অধিকারী পান ৫০ হাজার ও তৃতীয় স্থান অধিকারীর জন্য ছিল ২৫ হাজার টাকা। এছাড়া প্রতিটি জেলার সেরাদেরও টাকা, ক্রেস্ট এবং সম্মাননা সনদ প্রদান করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেয়া প্রত্যেকে পান নগদ ১ হাজার টাকা।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply