নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে ব্যাংকে টাকা লুটের চেষ্টার অভিযোগে একজন আটক

|

নোয়াখালী করেসপনডেন্ট:

নোয়াখালীর চাটখিলে ব্যাংকে ঢুকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে টাকা লুটের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশে দেয়া হয়। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার রামনারায়নপুর কৃষি ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।

আটক আব্দুল মজিদ একই উপজেলার শাহাপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

রামনারায়নপুর কৃষি ব্যাংক শাখার ম্যানেজার অলোক কুমার বিশ্বাস বলেন, দুপুর দেড়টার দিকে মুখে মাস্ক ও মাথায় টুপি দিয়ে ব্যাংকে ঢুকেন আব্দুল মজিদ নামের ওই ব্যক্তি। ৩০ থেকে ৩৫ সেকেন্ড পর তিনি ছুরি আর হাতুড়ি নিয়ে ক্যাশে ঢুকে পড়েন। এরপর তিনি ব্যাংকের হিসাবরক্ষককে ছুরি দিয়ে ভয় দেখান। পরে তিনি ক্যাশের টাকা লুট করে নিতে চেষ্টা করেন। এ সময় হিসাবরক্ষকের সাথে তার ধস্তাধস্তি শুরু হয়। পরে অন্যরাও আসে। একপর্যায়ে সে ব্যাংকের নিরাপত্তারক্ষী শাহ আলমকে ছুরিকাঘাত করে দৌঁড়ে পালানোর চেষ্টা করে।

এ সময় স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে পুলিশে সোপর্দ করা হয়। আহত নিরাপত্তারক্ষীকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চাটখিল থানার ওসি মো. ইমদাদুল হক বলেন, আটক মজিদকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply