মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিন আজ

|

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির দ্বিতীয় দিন আজ সোমবার (১১ ডিসেম্বর)।

এর আগে গতকাল রোববার আপিলের প্রথম দিনে ৯৪টি আবেদনের উপর শুনানি সম্পন্ন হয়। যার মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৬ জন। আর এক শতাংশ ভোটার সমর্থন ইস্যুতে বাতিল হয়েছে ৩২ জনের আবেদন। এছাড়া ৬টি আবেদনের রায় পরে জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার থেকে শুরু হওয়া এই শুনানি চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।

এর আগে, মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে চারদিনে নির্বাচন কমিশনে জমা পরে ৫৬০টি আপিল।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply