ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় মৃত্যু উপত্যকা গাজা। দুই মাসের বেশি সময় ধরে চলমান আগ্রাসনে ১৮ হাজার ছাড়ালো প্রাণহানি। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ৫০ হাজারের কাছাকাছি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।
গত ২৪ ঘণ্টায়, আরও ৩শ’ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে পাঁচ শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেন এ তথ্য। জানান, গাজার সব অঞ্চলেই জোরদার হয়েছে ইসরায়েলি বাহিনীর হামলা।
এদিকে রাতভর তাণ্ডব চলে মধ্যাঞ্চলীয় আল-মাঘাজি শরণার্থী শিবিরে। ইসরায়েলি হামলায় গুড়িয়ে যায় ভবন। এতে মৃত্যু হয় কমপক্ষে ৫৫ জনের।
এছাড়াও দেইর আল বালাহ’তে টানা বোমাবর্ষণে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছে। বড় ধরণের হামলা হয়েছে রাফাহ ও গাজা সিটিতেও। টার্গেট ছিলো ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরগুলো।
/এআই
Leave a reply