বার্সাকে চারে পাঠিয়ে শীর্ষে ফিরলো জিরোনা

|

লা লিগার চলতি মৌসুমটা স্বপ্নের মতোই কাটছে জিরোনার। একের পর এক চমক দেখিয়ে চলেছে দলটি। এবার তারা বার্সেলোনাকে হারিয়ে বড় চমক উপহার দিয়েছে। কালানদের মাঠে গিয়ে তাদেরকেই ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে এসেছে জিরোনা। এ জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে আবার লিগ টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করলো দলটি।

রোববার (১০ ডিসেম্বর) রাতে বার্সার মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে খেলতে নেমে শুরুতেই এগিয়ে যায় দূর্দান্ত ছন্দে থাকা জিরোনা। ম্যাচের ১২ মিনিটেই ডানদিক থেকে সিগানকোভের বাড়ানো বলে ডেডলক ভাঙেন ডভবিক। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি বার্সেলোনা। ৭ মিনিট পরই রাফিনহার অ্যাসিস্ট থেকে গোল করেন রবার্ট লেভানদোভস্কি। ৪০তম মিনিটে আবার বার্সার জাল খুঁজে পায় জিরোনা। এবার স্কোরশিটে নাম লেখান মিগুয়েল গিমেরেজ। ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

ম্যাচের ৮০ মিনিটে ভেলেরি ফার্নান্দেজ ব্যবধান ৩–১-এ পরিণত করেন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বার্সার হয়ে ব্যবধান কমান গুনদোয়ান। তখন হয়তো বার্সার সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন নাটকীয়তার আশায়। অন্তত ড্র করতে পারবে কাতালানরা! তবে ৯৫তম মিনিটে ক্রিস্টিয়ান স্টুয়ানি গোল করে ব্যবধান নিয়ে যান ৪-২ এ। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জিরোনা। বার্সার বিপক্ষে লা লিগায় এটিই জিরোনা প্রথম জয়। অন্যদিকে, এ পরাজয়ে লিগ টেবিলের চারে নেমে গেছে জাভির দল।

১৬ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা জিরোনার পয়েন্ট ৪১। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৯। লস ব্লাঙ্কোসরা রয়েছে টেবিলের দুই নম্বরে। আর ৩৪ পয়েন্ট অর্জন করা বার্সেলোনা টেবিলের চারে নেমে গেছে। এক ম্যাচ কম খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সার সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের তিনে অবস্থান করছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply