আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই

|

আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন হ্যাভিয়ের মিলেই। রোববার (১০ ডিসেম্বর) শপথ গ্রহণ করেন তিনি। খবর রয়টার্সের।

শপথ গ্রহণ শেষে নিজ কার্যালয় কাসা রোসাডোর বারান্দায় আসেন তিনি। এরপর দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন হ্যাভিয়ের মিলেই।

তিনি বলেন, আগের প্রেসিডেন্টরা কেউ দেশের কথা ভাবেনি। তহবিল ফাঁকা করে রেখে দায়িত্ব ছেড়েছেন তারা। তবে তিনি দেশকে এই দুরাবস্থা থেকে উদ্ধার করবেন বলে দেশবাসীকে আশ্বস্ত করেন।

মিলেই বলেন, আর্জেন্টিনাকে পুনর্গঠন করা হবে। দেশের উন্নয়নের এ যাত্রায় দেশবাসীকে সাথে থাকার আহ্বান জানানও নবনির্বাচিত এই প্রেসিডেন্ট।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply