হামাসের হামলায় আরও ছয়জন ইসরায়েলি (আইডিএফ) সেনাসদস্য নিহত হয়েছে। এ নিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির হামলায় নিহত আইডিএফ সদস্যদের সংখ্যা ১০৪ জনে দাঁড়িয়েছে। খবর টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গাজার খান ইউনিস এলাকার একটি স্কুলের কাছে হামাস যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর লড়াই হয়। এ সময় রকেট হামলায় আইডিএফ’র পাঁচ সেনাসদস্য নিহত হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অপর আরেকটি হামলায় প্রাণ যায় ইসরায়েলি প্যারাট্রুপার ব্রিগেডের এক সদস্যের। গত কয়েকদিনের মধ্যে ইসরায়েলি বাহিনীর ওপর এটাই হামাসের সবচেয়ে বড় এবং সফল হামলা।
গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পর গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনে মৃত্যু ১৮ হাজার ২০০ ছাড়িয়েছে। পাল্টা জবাবে আইডিএফ’র ওপর লক্ষ্য করে গেরিলা হামলাও অব্যাহত রেখেছে হামাস।
/এনকে
Leave a reply