গাজায় আবারও হামলার পরিধি বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, সোমবার গাজার উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, হামাসের সামরিক ঘাঁটি এবং টানেল লক্ষ্য করেই এ অভিযান। তবে ক্ষতিগ্রস্ত বেসামরিক গাজাবাসী। ধ্বংস হয়েছে বেশকিছু আশ্রয়কেন্দ্র। যার মধ্যে রয়েছে একটি স্কুলও। হামলার সময় আশ্রয়কেন্দ্রটিতে শতাধিক ফিলিস্তিনি অবস্থান করছিলেন। ক্ষতিগ্রস্ত একাধিক হাসপাতালও।
এদিকে, খান ইউনিস থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। অঞ্চলটির কেন্দ্রস্থলে প্রবেশ করছে ট্যাংক বহর। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই সেখানে স্থল অভিযান শুরু করবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৮ হাজার ২শ’র বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে।
/এআই
Leave a reply