ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়ার মার্কিন সিদ্ধান্তকে বড় ভুল আখ্যা দিলেন, যুক্তরাষ্ট্রের সিনেটর এলিজাবেথ ওয়ারেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।
টুইটবার্তায় এ আইনপ্রণেতা বলেন, গাজায় অভিযান শুরুর পর ইসরায়েলি বাহিনীকে গোলাবারুদ’সহ বিভিন্ন ধরণের সমরাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন। অস্ত্রগুলো পাবার পর, ইসরায়েলি বাহিনী গাজার বেসামরিকদের ওপর বর্বরতা চালাবে, বিষয়টি স্পষ্ট ছিলো। তবুও, কংগ্রেসের অনুমোদন এড়িয়ে ইসরায়েলকে সামরিক সহযোগিতার সিদ্ধান্ত নেয়, বাইডেন প্রশাসন।
সিনেটর ওয়ারেন ক্ষোভ জানিয়ে বলেন, ইসরায়েলকে সমরাস্ত্র সরবরাহের ফলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তার দাবি- এ ধরণের সিদ্ধান্ত মার্কিন নীতি বিরোধী।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পর গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনে মৃত্যু ১৮ হাজার ২০০ ছাড়িয়েছে। পাল্টা জবাবে আইডিএফ’র ওপর লক্ষ্য করে গেরিলা হামলাও অব্যাহত রেখেছে হামাস।
/এআই
Leave a reply