লেবাননে নিষিদ্ধ সাদা ফসফরাস বোমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

|

ইসরায়েলি বাহিনী দ্বারা লেবাননে নিষিদ্ধ ঘোষিত সাদা ফসফরাস বোমা ব্যবহারের একটি দৃশ্য। ছবি: উইয়ন নিউজ।

ইসরায়েলি বাহিনী লেবাননে নিষিদ্ধ ঘোষিত সাদা ফসফরাস বোমা ব্যবহারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে উইয়ন নিউজ এ খবর জানায়। 

এক বিবৃতিতে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এই মন্তব্য করেন। তিনি বলেন, লেবাননে হামলার ক্ষেত্রে সাদা ফসফরাস বোমা ব্যবহার করছে ইসরায়েল। বিষয়টি সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত হওয়ার পর এই ইস্যুতে আরও যাচাই-বাছাইয়ের নির্দেশ দেয়া হয়েছে।

কিরবি আরও বলেন, এ ধরণের অস্ত্র হামলার জন্য নয় বরং সংকেতের জন্য ধোঁয়া সৃষ্টিতে ব্যবহৃত হয়। তাই হামলায় ফসফরাস বোমার ব্যবহার উদ্বেগজনক। এ ধরনের বোমা ব্যবহারের ফলে লেবানন কেন্দ্রিক সংঘাত আরও বাড়বে বলেও সতর্কতা জানান কিরবি। বলেন, গাজার পর আরও একটি ফ্রন্টে যুদ্ধ দেখতে চায় না ওয়াশিংটন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পর গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনে মৃত্যু ১৮ হাজার ২০০ ছাড়িয়েছে। পাল্টা জবাবে আইডিএফ’র ওপর লক্ষ্য করে গেরিলা হামলাও অব্যাহত রেখেছে হামাস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply